BBA Admission Math Suggesion
প্রিয় ভাই ও বোনেরা তোমাদের সামনে এখন ভার্সিটি admission এ গনিতের উপর সাজেশন মূলক কিছু কথা বলব।
আমি জানি তোমরা অনেকেই গনিত কে ভয় পাও। এর বিশেষ কারন গনিতের প্রশ্ন ইংরেজিতে হয়। আর এই ইংরেসির অর্থ তোমাদের জানা থাকে না বলে তোমাদের এটা পাহারের মতো কঠিন মনে হয়।
এই সমস্যা সমাধানের উপায় কি ???
উপায় অবশ্যয় আছে। সাইফুরস ম্যাথ বইয়ের পৃষ্ঠায় ইংরেজির অর্থ ও নিয়ম দেওয়া আছে।সেই গুলো মুখস্ত কর। তারপর প্রাক্টিস করা শুরু করে দাও। ভইএর কোন কারন নেই। ঐ বইটা করতে পারলে কোনো সমস্যাই সমস্যা থাকবে না।
মনের জোর রাখো আর আত্মবিশ্বাস ই হও।
BBA Admission
BBA Admission
No comments:
Post a Comment