name='msvalidate.01'/>> BBA Admission Help Line: 06/01/15

BBA Admission Help Line

BBA Admission Help Line

Monday, June 1, 2015

Suggesion for bba admission

BBA Admission Help Line at Rajshahi University & Others
Published by Suvrodeb Biswas · 20 May at 09:00 ·
my suggesion for candidates
1. English- a) competive exams
b) paragon ar english boi
3) s@ifurs vocabulary
2. accounting- a) rabs
b) joykoli ( ar bigoto saler Q prctice)
3. management- a) fundamental of business
with sheets any coaching
For commerce
for more details bba admission help line

My Thinking : bba admission

at first, i tell u there is no alternative study and practice.
only study is not fruitful without practice.
secondly, time management is very important for getting
chance admission.
thirdly, lack is also important.
for more details bba admission

Dear Candidates

Hello dear candidates,
How are u, all? I think not so fine until u get admitted urslf in
any reputed varsity!!
BTW,Welcome to our University of Rajshahi..
Anyway,I want 2 gv u some guidelines now.As far we knw,in
SSC,HSC many of us easily can get A+ in English! but alas!
they fail in da English subject in Admission test!! (মাইরালা!)
& in other subjects they can do well if they hv basic & clear
knowledge in these subjects like as acc& mgt..
Btw,so,guys if u wnt to admit in a well-knwn public university
u should learn new new vocabularies daily & practice grammar
daily..& for other subjects just go through the sheets given on
cchng centres & solve da previous yrs questions..
& a thing i hv noticed tht some guys r spreading panic like
minimum 8.5 is required bla bla etc etc.but pls don't
concentrate in these news,just be prepare urslf 4 admission
test & after a few days u will get da true info. So,be patient &
aware of tym..
& my last suggestion is not to be worried abt admission
xm,just participate in free mind,& follow some strategies &
prepare urslf through a design or plan..
Best wishes..
দোয়া করি সবাই চান্স পা & আমাদের কাছে আইসা rag খাইয়া যা!!
(মজা নিলাম)
Thank you এতক্ষন বকবক শুনার জন্য।

Mark Distribution

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে #apply qualification
qualification, mark distribution ও tottal seat_
DU HSC & SSC পরীক্ষায় Tottal GPA(without 4th subject) 7.5 পেতে
হবে।
Mark Distribution: বাংলা30+ইংরেজী30+হিসাববিজ্ঞান30+ব্যবসায় নীতি ও
প্রয়োগ30=120 নম্বর।
RU: ৪র্থ বিষয়সহ আলাদাভাবে নূন্যতম 3.5 সহ 8.00 পেতে হবে।
Mark Distribution: ইংরেজী30+হিসাববিঃ30+নীতি30
JU: উভয় পরীক্ষায় আলাদাভাবে নূন্যতম 3.5 পেতে হবে এবং মোট জিপিএ
7.5 পেতে হবে।
বিঃদ্রঃ এই অনুষদে science ও মানবিকের students আবেদন করতে পারবে।
তবে বিজ্ঞানের জন্য মোট 8.5 ও মানবিকের জন্য মোট জিপিএ 7.5 চাওয়া
হয়।
bba admission:-Mark Distribution: বাংলা১০+ইংরেজী৩০+গনিত৩০+ব্যবসা সম্পর্কিত সাঃজ্ঞান১০
CU: আলাদা ভাবে 3.0 করে নূন্যতম 7.০ পেতে হবে।
মানবন্টনঃ বাংলা১০+ইং৩০+ হিসাববিঃ৩০+নীতি৩০
ঢাবি ও রাবিতে বিভাগসমূহের সীট সংখ্যা_
DU(...)ও RU[...]
Accounting(১৮০) [100]
Finance(১৮০) [100]
Marketing(১৮০) [100]
Management(১৮০) [100]
Banking & Insurence(120) [40]
International Business(110)
Turrisiom & hospitality management(110)
Management Information Syestem(110)
Tottal 1170
bba admission 

Good Job for bba Admission Test

bba admission test এ ভাল করার জন্য অনান্য exam এর পৱাৱ মত পরলে
ভাল কৱা যায়না৷ কাৱন যা পরৰে তাই exam এ আসার মত: তার জন্য
1) যা পরবে মনযোগ দিযে পরতে হবে৷
2) একটা সাবজেক্ট পরার সময় অন্য একটা সাবজেক্ট নিয়ে চিন্তা করা
যাবেনা যেমন: অন্য একটা সাবজেক্টের এ জিনিস টা পরা হয়নাই, ঐ জিনিসটা
important( এখানে তুমি প্রত্যেকটা সাবজেক্টই গুরুত্ব সহকারে পরতে হবে,)
3) অপ্রয়জনীয় কোন কিছু পরা ঠিক হবেনা,
4) এক সপ্তাহে যা পরেছ তা পুনরায় রিভাইজ দিতে হবে
4) ফাস্ট english এর প্রতি গুরুত্ব দিতে হবে, তারপর গুরুত্ব দিতে হবে কোন
সাবজেক্টে তুমি দুরবল
5) নিজেকে সব সময় mind free রাখাতে হবে,
কতক্ষন পরতে হবে তা নির্ভর করবে তুমার নিজের উপর ৷ কেউ দিনে 12 ঘন্টা
13 ঘন্টা পরছে তা ভেবে তোমার সময় নষ্ট করার মানে হয়না ৷
best of luck for bba admission

bba admission learing english

চলুন ইংলিশ বলা শিখি: bba admission
How many ? = কতগুলো ?
How much ? = কি পরিমাণ ?
How often (হাউ অফেন) ? = কতদিন ? / কত
সময় পর ?
How far ? = কতদূর ?
How fare (হাউ ফেআর) ? = কত ভাড়া ?
How long ? = কতক্ষণ ?
How fast ? = কত দ্রুত ?
How dare (হাউ ডেআর) ? = কোন সাহসে ?
How much longer ? = আর কতক্ষণ ?
How quickly = কত দ্রুত ?
নিয়মিত পোস্ট পেতে Like/
Comment/Share করুন ।
ধন্যবাদ সবাইকে

For Non-Commerce

jara non commerce theke BBA te admission dibe tader jonno bangla & English & general knowledge book list :
→বাংলা
®HSC বাংলা টেক্সট বুক।
®নবম-দশম শ্রেনীর বাংলা ব্যাকরণ বোর্ড বই।
®MP-3 বাংলা
®বাংলা বিচিত্রা- জয়কলি পাবলিকেশন।
→ইংলিশ
®Toefl-cliefs+barrons এর বই।
®Saifurs-ভার্সিটি ভর্তি, (fill in the blank)।
®Orakal Preliminary BCS।
®preview university question বানক।
®ইংলিশ ফর কম্পেটেটিভ এক্সাম।
→সাধারণ জ্ঞান
®MP-3 আন্তর্জাতিক।
®MP-3 বাংলাদেশ।
®current affairs।
®বিগত ১০ বছরের প্রশ্ন।

BAN 20 private University

সরকার ২০টি প্রাইভেট ইউনিভার্সিটি অবৈধ ঘোষণা করেছে। যারা এবার
এইচ.এস.সি. পাশ করছো তারা সাবধান।।
১. দারুল ইহসান ইউনিভার্সিটি
২. প্রাইম ইউনিভার্সিটি
৩. এশিয়ান ইউনিভার্সিটি
৪. অতীশ দীপংকর বিজ্ঞান
ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
৫. সাউদার্ন ইউনিভার্সিটি
৬. নর্দার্ন ইউনিভার্সিটি
৭. পিপলস ইউনিভার্সিটি
৮. বিজিসি ট্রাস্ট
৯. ইবাইস ইউনিভার্সিটি
১০. ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি অব চিটাগাং (IIUC)
১১. আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটি
১২. আমেরিকান ওয়ার্ল্ড ইউনিভার্সিটি
১৩. বাংলাদেশ ইউনিভার্সিটি
১৪. ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চট্টগ্রাম (USTC)
১৫. ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড
টেকনোলজি (IUBAT)
১৬. কুইন্স ইউনিভার্সিটি
১৭. পিচব্লেন্ড
১৮. মদিনাতুল উলুম বিশ্ববিদ্যালয়
১৯. আমেরিকান ওয়ার্ল্ড ইউনিভার্সিটি
২০. প্রিমিয়ার ইউনিভার্সিটি অব টেকনোলজি।

Add 3 departments at DU

ঢাবিতে যুক্ত হচ্ছে নতুন ৩ টি ডিপার্টমেন্ট ।
সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে - Department of printing and
publication.
জীববিজ্ঞান অনুষদের অধীনে - Department of public health .
ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজি অনুষদের অধীনে - Department of
mechatronics Engineering

Coming Admission Test

তোমাদের এডমিশন টেস্ট খুব কাছাকাছি চলে আসছে ...
কিন্তু তারপর ও অনেকেই সিরিয়াস না ... অনেকেই ফেসবুকে অনেক
সময় নষ্ট করছো । ফেসবুকে আসবে না তা কিন্তু না...প্রতিদিন একটা
নির্দিষ্ট সময় ফেসবুকে ব্যয় করবে । অবশ্যই সে সময়টা যেন বেশী না
হয় ......
যখন তুমি তোমার কাংক্ষিত লক্ষ্যে পৌঁছে যাবে সব কিছু তোমার
পিছনে ছুটবে ...তোমার ছুটতে হবে না
স্বপ্ন টাকে জয় করার জন্য উঠে পড়ে লেগে যাও স্বপ্ন জয় করার
জন্য যতটুকু ত্যাগ স্বীকার করা দরকার করো

Universuty Admission

বিশ্ববিদ্যালয় ভর্তি নিয়ে সবার মনেই এখন নানা ধরনের জল্পনা-
কল্পনা।
সবারই হয়তো একটা টার্গেট থাকে যে আমি বুয়েট, ঢাবি , মেডিকেল,
অথবা যেকোন পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়বো। কিন্তু পাবলিক
বিশ্ববিদ্যালয়ে সিমীত সংখ্যক সিট থাকায় সবাই তার লক্ষে পৌছাতে
পারেনা।
অনেক ছাত্রছাত্রীর চিন্তাভাবনা থাকে আমার রেজাল্ট তো বেশি
একটা ভাল না আমি হয়তো চান্স পাবো না। কিন্তু দেখা গেছে যে
এডমিশনের ৩মাস সে তার শ্রম দিয়ে ঠিকই পাবলিক বিশ্ববিদ্যালয়ে
চান্স পেয়েছে।
আবার, অনেক ছাত্রছাত্রীর ধারনা থাকে আমি তো এসএসসি এবং
এইচএসসি তে গোল্ডেন এ+ পেয়েছি, আমি চান্স না পেলে কে পাবে।
তাদের উচিত্ হবে এই সব ভ্রান্ত ধারনা বাদ দিয়ে পড়ালেখায়
মনোযোগ দেয়া।
রেজাল্ট খারাপ হলে অনেকেই ভেঙে পড়ে তাই তাদের বলবো- তুমি
যদি ভর্তি পরীক্ষার ১ঘন্টায় তোমার সেরা সাফল্য দেখাতে পারো
তাহলে তোমার রেজাল্ট তোমাকে টেনে ধরতে পারবেনা।
"একটি লক্ষ রাখো, তুমি পারবে কারন তোমাকে পারতে হবে।"

BBA Admission Help Line: My Experience

BBA Admission Help Line: My Experience: তোদের একটা কথা বলি, মন দিয়ে শোন। আমার কথা আমি share করছি। আমি তেমন ভালো ছাত্র না। বলতে পারিস ফেল মার্কা। জীবনে প্রত্যেক ক্লাসে আমি ফেল ক...

My Experience to bba admission

তোদের একটা কথা বলি, মন দিয়ে শোন।
আমার কথা আমি share করছি।
আমি তেমন ভালো ছাত্র না। বলতে পারিস ফেল মার্কা। জীবনে প্রত্যেক
ক্লাসে আমি ফেল করে উথেছি। কিন্তু final এ কোন exam আমি fail করি
নেই। ssc বল আর hsc বল সব খানেই প্রথম fail করেছি। কিন্তু দিন শেষে
A+. সব শেষে রাবির গর্বিত bba এর ছাত্র।
এর পিছনে কারন কি বলতে পারিস ?
খুব সহজ উত্তর। হ্যা exam এর আগের ৪-৫ মাস বইয়ের পিছনে লেগে থাকা। আমি যদি chance পাই তোরা কেন chance পাবি না??? বই
কে নতুন বউ বানিয়ে ফেলবি। হাহাহাহা।
বইয়ের সাথে প্রেম করবি। তাহলে দেখবি নিচ্চিত chance হইতে বাধ্য. আর
ঈশ্বরের মোনাজাত/প্রার্থনা করবি। এতে তোদের মনোবল বাড়বে।
আত্মবিশ্বাস বাড়বে।
BEST OF LUCK

Hard Working for Business studies's Students

ব্যবসায় শিক্ষা শাখার ছাত্র-ছাত্রীরা কেমন আছ তোমরা?
পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে, অন্য শাখার ছাত্র-ছাত্রীদের তুলনায়
তোমাদেরকে একটু বেশিই কষ্ট করতে হবে। কারন ব্যবসায় শিক্ষার জন্য
প্রতিটা বিশ্ববিদ্যালয়েই আসন সংখ্যা খুবই সীমিত।
সুতরাং তোমাদের সময় নষ্ট না করে এখন থেকেই পুরোদমে পড়াশোনা শুরু
করে দেওয়া উচিত। বাংলা , ইংরেজী , হিসাব বিজ্ঞান, ব্যবসায় নীতি ও
প্রয়োগ এই চারটি বিষয় ছাড়াও কোন কোন বিশ্ববিদ্যালয়ে ম্যাথ সম্পর্কিত
প্রশ্ন আসে। সুতরাং তোমাদের এই সব বিষয়েই সমান গুরুত্ব দিতে হবে।
তবে সবচেয়ে বড় কথা হল, তোমাদের পড়তে হবে। তবেই না হতে পারবে
পাবলিক বিশ্ববিদ্যালয়ের একজন গর্বিত শিক্ষার্থী॥

facebook

Facebook এর য়েমন ভালো দিক আছে তেমনি খারাপ দিক আছে।প্রথম ভালো দিক বলি --
১. অনেক educational  পোস্ট  আছে সেগুলো তোমাদের অনেক গুরুত্ব পূর্ণ২. তোমাদের জীবন গঠনেও সেগুলো অনেক দরকারি  ৩. সে জন্য তোমরা ভালো ভালো পোস্ট পড়বে এখন বলি খারাপ দিকটা বলি -- ১. সময় অপচয় ২. অনেক সময় দেখা য়াই ভালো পোস্ট পড়তে পড়তে খারাপ পোস্ট এর দিকে নজর চলে য়াই ৩. ফেসবুক ব্যাবহার করার পর আর অনেক সময় পড়ার উপরে মন থাকে না।





তাই আমরা facebook ব্যাবহারে সতর্ক হব।